MLM – Scam and Trap of fraudulent MLM ( মাল্টি লেভেল মার্কেটিং) যা পিরামিড মার্কেটিং, মাল্টি নেটওয়ার্ক মার্কেটিং নাম এ ও পরিচিত একটি প্রতারনার ফাদ।
• MLM কি?
MLM হচ্ছে একটা ধান্ধাবাজি মার্কেটিং প্রক্রিয়া । আমি রেফারেন্স এর জন্য আমার কিছু বন্ধুর নাম এখানে ব্যবহার করতেছি।ধরুন আমি তাহমিদ একটা MLM কোম্পানি প্রতিষ্টা করলাম যার জন্য কিছু প্রোডাক্ট শো হিসেবে রাখলাম। ( প্রোডাক্ট যাস্ট শো, আসলে প্রোডাক্ট কোনো কাজের ই নাহ যাস্ট প্রতারণার ফাদকে লুকিয়ে রাখার জন্য শো) তো আমি আমার বন্ধু নাহিদ, সবুজ কে বললাম যে তোদের বিজনেসে নিব, শর্ত ২ হাজার টাকা দিতে হবে দুজনের ই। মোট ৪ হাজার টাকা।আবার তারা যাদের ডুকাবে এই কোম্পানির মেম্বার হিসেবে তারা ও দিবে ২ হাজার টাকা করে, এই ২ হাজার টাকা থেকে আমার বন্ধুদের আমাকে ১ হাজার টাকা করে দিতে হবে ।আবার তাদের ডাউনলাইন এত মেম্বার রা যাদের ডুকাবে তাদের ১ হাজার টাকা করে দিতে হবে সেখান থেকে ও আমার বন্ধুরা আমাকে ৫০০ টাকা করে দিতে হবে।মানে আমি প্রথম দু জন কে কনভিন্স করে প্রতারণা করলাম তারপর তারা তাদের রেফারেন্স এ নিবে আরো কাউকে কনভিন্স করে কারন নিলে তারা কমিশন পাবে। মূলত এটা ব্যবসায় নাম দিয়ে একটা প্রতারণার চক্র।
• অমুক কোম্পানি তো সরকার অনুমদিত তাহলে প্রতারণা করবে কেন বা কিভাবে?
– অনুমোদন আমরা পাই কিভাবে? ট্রেড লাইসেন্স এর মাধ্যমে।ট্রেড লাইসেন্স এর জন্য কিন্তু আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ডিসক্লোজ করতে হয় নাহ, কিন্তু তারা বা কোম্পানি টা আপনাকে বলবে সরকার অনুমোদিত ।যদিও পরবর্তী তে ঠিকি এমন কোম্পানি বা প্রতিষ্ঠান এর অনুমোদন বাতিল করা হয় ফ্রড যখন ধরা খায়।
• এমন কোম্পানি পৃথিবী তে অনেক আছে। তাহলে কেন প্রতারণা করবে?
– আসলে কিন্তু নেই খুব একটা MLM কোম্পানি এটা যাস্ট আপনাকে কনভিন্স করার জন্য বলবে তারা।
• এই কোম্পানির গ্রাহক রা তো টাকা পায়, তো প্রতারণা কিভাবে?
– MLM কিন্তু টাকা দেয়, টাকা দেয় না যে এমন নাহ। টাকা না দিলে তো তাদের পিরামিড বড় হবে না।কিন্তু তারা টাকা কি নিজ থেকে দিচ্ছে? আপনার ডাউনলাইনের কারো টাকা ই আপনাকে দিচ্ছে। মানে আপনি কাউকে এই MLM স্ক্যাম করলে ই কেবল আপনার টাকা পাবেন।
• ইসলাম এর ব্যাপারে কি বলে?
– এই MLM মার্কেটিং ইসলাম এ সম্পূর্ণরূপে হারাম। ২০০০ সালে ডিস্টেনি নাম এ এক কোম্পানির বিপক্ষে ফতোয়া দিয়েছিলেন বিখ্যাত বড় বড় স্কোলারস’রা । এই ফতোয়া এখানে অর্থাৎ যেকোনো MLM মার্কেটিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। শায়খ আহমাদুল্লাহ’র একটা ভিডিও আছে যা এই লিনক থেকে দেখে নিতে পারেন ।
~ এখন এই জঘন্য মার্কেটিং আরো ইজি হয়ে পরছে আগে ফিজিক্যাল পণ্য এখন পণ্য ও লাগে না। ডিজিটাল কোনো কিছু কে পণ্য বলে চালিয়ে দেয়া যায়। এখন এই ফাদে কাউকে ফেলা আরো সহজ কারন এখন এই মার্কেটিং অ্যাপ + ওয়েবসাইট ভিত্তিক হবে। সাবধান থাকুন, সতর্ক থাকুন, এই ফাদ থেকে যতদূর সেইফ থাকা যায় তত দূরত্ব বজায় রাখুন। আমি কিছুদিন আগে IELTS এক্সামে অংশগ্রহণ করেছিলাম, তা নিয়ে একটি ব্লগ পোস্ট আছে যা আপনি এই লিনক থেকে দেখে নিতে পারেন।
আল্লাহ হাফেজ ।