দুনিয়াতে যত কুকির্তী আছে তার মধ্যে ৯০% ই ক্যাপিটালিস্ট দের ক্রিয়েট করা। সে ধরুন ফেমিনিজম, LGBTQ, ওয়েস্টার্নিজম, রেসিসম আর যত যাই।ছোট ছোট উদাহরণ দিই, মনোযোগ দিয়ে পড়েন বুঝতে পারবেন।
Table of Contents
Feminism
ফেমিনিজম এর প্রথম ব্রোড স্কেলে এক্টিভিটি কোনটি খেয়াল আছে? একসাথে সব মেয়েরা সিগারেট টেনে বের হয়েছিল রাস্তায়। আচ্ছা, নারী অধিকার তো অন্য ভাবে ও প্রমোট করা যাইতো, যেমন মেয়েরা একসাথে যদি এক প্যাকেট করে সিগারেট ভেঙ্গে ফেলতো আর দাবি তুলতো সিগারেট খাওয়া যাবেনা, এতে আমাদের ও আমাদের শিশুদের ও মৃত্যুঝুকি আছে। তাহলে তো সিগারেট এর গ্রোথ ফল করতো, সমাজে উন্নতি হইতো। কিন্তু হইলো ঠিক উলটো টা, এই পুরো এক্টিভিটি টা স্পন্সর ই করলো British American Tobacco Ltd. তথা BAT। আইরোনিকালি এই কোম্পানির ফাউন্ডার ও একজন পুরুষ, মেয়ে নাহ।
LGBTQ
এই বিকৃত মানসিকতা নিয়ে বলার কিছুই নেই আমার, এই ইস্যুতে মেকিং গে হিস্ট্রি বইটা রিসোর্সফুল। বিকৃত অভ্যেসকে মানসিক রোগ থেকে মুক্ত দেয়া যে বিজ্ঞান সম্পর্কিত না বরং নিখাদ রাজনৈতিক কারণে হওয়া এটা বিকৃত কামীদের অধিকারের জননী নিজেই স্বীকার করেছেন
Westernism
ওয়েস্টার্নিজম বলতে ওয়েস্টার্ন সংস্কৃতি অন্যদের ইম্রেইব করানো। এখন মোটামুটি প্রতিটা দেশে ওয়েস্টার্ন পোশাক-আশাক, চালচলন, লাইফস্টাইল কপি করার চেষ্টা করে, এটা কি সাডেনলি হয়ে গেছে? অবভিউসলি নাহ। এটা আস্তে আস্তে মার্কেটিং এর মাধ্যমে মানুষের মনে ডুকানো হয়েছে। সেইম মার্কেটিং এর মাধ্যমেই এখন সাউথ কোরিয়ান কালচার, জাপানিজ কালচার প্রমোট হচ্ছে, আর টিনেজার রা তা একচেটিয়াভাবে ফলো ও করতেছে। এতে আমাদের জীবনে কত বড় এফেক্ট পরতেছে তা নরমালি বুঝা টাফ। এই বিষয়ে “Se*x and Culture” বইটা অনেক হেল্পফুল, বিখ্যাত এক সাইকোলজিস্ট এর লিখা।
Racism
রেসিসম হচ্ছে ক্যাপিটালিস্ট দের ক্রিয়েটেড সবচেয়ে বড় ভন্ডামির একটি। এটি হয় ই আমার, আপনার মত লো ক্লাস, মিডিল ক্লাস মানুষের সাথে। এলিট কুইল দের সাথে কোনোদিন এসব হবে না। উদাহরণ স্বরুপ, ভারতের গৌতম আদানি, আমেরিকান ল্যারি পেইজ, চায়নায় জ্যাক মা আর আফ্রিকান আলিকো দাংওতে এক রুমে বসে থাকলে কি মনে হয় তাদের মধ্যে একে অন্যকে রেসিস্ট মন্তব্য করবে? উত্তরটা আপনি ভালো করেই জানেন।
ভাবুন, ভাবার অনুরোধ রইলো, ভালো থাকুন, আল্লাহ হাফেজ